ডিলার হওয়ার শর্তাবলী:
সহজ ডিস্ট্রিবিউশন কোম্পানী সারা দেশে জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে
- ঔষধ সামগ্রী বাজারজাতের জন্য একজন
- কনজ্যুমার পণ্য বাজারজাতের জন্য একজন
- উন্নত চুলা বাজারজাতের জন্য একজন
- পশু-পাখির ঔষধ বাজারজাতের জন্য একজন করে আলাদা আলাদা ডিলার নিয়োগ করবে।
ডিলার নেওয়ার জন্য নিম্নলিখিত শর্তাদি অনুসরণ করা হবে -
১। ট্রেড লাইসেন্স এর ফটোকপি জমা দিতে হবে।
২। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে
৩। চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক নাগরিকত্ব/চারিত্রিক সনদপত্র দিতে হবে
৪। ব্যাংক সলভেন্সি সার্টিফেকেট দিতে হবে
৫। জেলা/উপজেলার ডিলারকে একসাথে ১ থেকে ৩ লক্ষ টাকার পণ্য ক্রয় করতে হবে
৬। ইউনিয়নের ডিলারকে একসাথে পঞ্চাশ হাজার থেকে ১ লক্ষ টাকার পণ্য ক্রয় করতে হবে
৭। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি ও নমিনীর ২ কপি ছবি জমা দিতে হবে।
জেলা/উপজেলা পর্যায়ে অফিস অনুমোদনের শর্তাবলী:
সহজ ডিস্ট্রিবিউশন কোম্পানী জেলা/উপজেলা পর্যায়ে এরিয়া ম্যানেজার/কো-অর্ডিনেটরদের জন্য শর্তস্বাপেক্ষে অফিস অনুমোদন করবে। যেখানে কোম্পানী থেকে
- ৪০০ থেকে ৬০০ বর্গফুটের অফিস বরাদ্দ দেওয়া হবে
- অফিস ভাড়া, পিয়ন, আপ্যায়ন, পত্রিকা, বিদ্যুৎ বিল বাবদ প্রতিমাসে সর্বোচ্চ ১০,০০০/- টাকা দেওয়া হবে।
- ১ টি এক্সিকিউটিভ টেবিল, ১ টি এক্সিকিউটিভ চেয়ার, ৩ টি ভিজিটর চেয়ার, ১০ টি প্লাস্টিক চেয়ার, ১ টি সাধারণ টেবিল, ২ টি সিলিং ফ্যান, ১ টি ইলেক্ট্রিক কেটলী, ৬ সেট চায়ের কাপ, ৬ টি গ্লাস, ১ টি জগ, ১ টি মাঝারী ট্রে, ৬ টি মাঝারি প্লেট বাবদ ২০,০০০/- টাকা বরাদ্দ দেওয়া হবে।
অফিস বরাদ্দের শর্তাবলী :
১। উপজেলাতে কমপক্ষে ২৫ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রাপ্ত থাকতে হবে।
২। একজন স্বাস্থ্যকর্মীর ৫৪০ টি হেলথকার্ড, ২৫০ টি ডিসকাউন্ট কার্ড বিক্রয় থাকতে হবে।
৩। প্রতিটি ইউনিয়নে ২,০০,০০০/- টাকার ঔষধ এবং ৩,৫০,০০০/- টাকার কনজ্যুমার পন্য বিক্রয়ের রেকর্ড থাকতে হবে।
৪। এই ধারাবাহিক মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
৫। প্রতিটি ইউনিয়নে ২০০০ পিস ডিসকাউন্ট কার্ড বিক্রয় হলে সেখানে shohoz bazar এর সুপার সপ করা হবে।
replica cartier